Diabeties: কাদের ডায়াবেটিস হতে পারে?
কাদের ডায়াবেটিস হতে পারে?
যে কেউ যে কোন বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। তবে নিম্নে উল্লেখ্য শ্রেণীর ডায়াবেটিস হবার সম্ভাবন বেশি থাকেঃ
১) বংশে ডায়াবেটিস: বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে, চাচা-ফুফু, মামা-খালা, দাদা-দাদী ,নানা-নানী প্রভৃতি নিকট আত্মীয়ের ডায়াবেটিস থাকলে আপনারও আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।
১) বংশে ডায়াবেটিস: বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে, চাচা-ফুফু, মামা-খালা, দাদা-দাদী ,নানা-নানী প্রভৃতি নিকট আত্মীয়ের ডায়াবেটিস থাকলে আপনারও আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।
২) বয়স : বয়স বৃদ্ধির সাথে সাথে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে।
৩) স্থুলতা : যাদের ওজন ওকোমরের পরিধি অতিরিক্ত তাদের
ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কতটুকু স্থুল তা BMI সূত্র থেকে খুব সহজেই জানতে পারেন। BMI = Body Mass Index.
BMI =ওজন ÷ (উচ্চতা × উচ্চতা)
NB: ওজন Kgতে, উচ্চতা Inchesতে .
BMI < 18.5 হলে আপনি কৃশ বা Under Weight,
BMI = 18.5 - 24.9 হলে আপনি Normal Weight,
BMI = 25 -29.9 হলে আপনি Overweight,
BMI = 30 - 39.9 হলে আপনি স্থুল বা Obesity,
BIM > 40 হলে morbid Obesity.
ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কতটুকু স্থুল তা BMI সূত্র থেকে খুব সহজেই জানতে পারেন। BMI = Body Mass Index.
BMI =ওজন ÷ (উচ্চতা × উচ্চতা)
NB: ওজন Kgতে, উচ্চতা Inchesতে .
BMI < 18.5 হলে আপনি কৃশ বা Under Weight,
BMI = 18.5 - 24.9 হলে আপনি Normal Weight,
BMI = 25 -29.9 হলে আপনি Overweight,
BMI = 30 - 39.9 হলে আপনি স্থুল বা Obesity,
BIM > 40 হলে morbid Obesity.
৪) শারীরিক পরিশ্রম: যারা শারীরিক পরিশ্রম বা ব্যয়াম করেন না তাদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুকি বেশি।
৫) গর্ভাবস্থা: গর্ভকালীন সময়ে মায়ের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে । গর্ভকালীন অনিন্রিত ডায়াবেটিসে সন্তানের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার যুকি বাড়ে।
৬) ঔষধ: বহুদিন ধরে বিশেষ কোন কোন ঔষধ ব্যবহার করলে ডায়াবেটিস হতে পারে।
No comments