ডায়াবেটিস কি/ডায়াবেটিসের লক্ষণ/What is Diabetes/Diabetes Symptoms.
ডায়াবেটিস কি:
আমরা যা কিছু খাই তার মধ্যে শর্করার সিংহ ভাগই পরিপাকের পরে গ্লুকোজ হিসেবে রক্তে প্রবেশ করে । আর তা থেকেই আমাদের দেহকোষগুলি প্রয়োজনীয় গ্লুককোজ গ্রহন করে থাকে । এই কাজটি নিয়ন্তিত ভাবে পরিচালিত করে থাকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন ।
ইনসুুলিনের অভাবজনিত রোগ হল ডায়াবেটিসা। ইনসুুলিনের সমস্যার জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় আর কোষে গ্লুকোজের আভাব দেখাদেয় । এই সামগ্রিক অবস্হথাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস ।
ডায়াবেটিসের লক্ষণ :
১) ঘন ঘন প্রস্রাব হওয়া,
২) শারিরীক দুৃর্বলতা অনুভব,
৩) ঘন ঘন পিপাসা পাওয়া,
৪) ঘন ঘন ক্ষুধা লাগা,
৫) ওজন কমে যাওয়া ।
১) ঘন ঘন প্রস্রাব হওয়া,
২) শারিরীক দুৃর্বলতা অনুভব,
৩) ঘন ঘন পিপাসা পাওয়া,
৪) ঘন ঘন ক্ষুধা লাগা,
৫) ওজন কমে যাওয়া ।
রক্ত পরিক্ষার মাধ্যমে ডায়বেটিস ধরার নিয়মঃ
খালিপেটে রক্তের গ্লুকোজ প্রতি লিটারে ৭.০ মিলিমোল বা তার বেশি অথবা ৭৫ গ্রাম গ্লুকোজ খওয়ার ২ ঘন্টা পর রক্তের গ্লুকোজ প্রতি লিটারে ১১.১ মিলিমোল বা তার বেশি হলে ডায়াবেটিস হয়েছে বলে ধরা হয় ।
খালিপেটে রক্তের গ্লুকোজ প্রতি লিটারে ৭.০ মিলিমোল বা তার বেশি অথবা ৭৫ গ্রাম গ্লুকোজ খওয়ার ২ ঘন্টা পর রক্তের গ্লুকোজ প্রতি লিটারে ১১.১ মিলিমোল বা তার বেশি হলে ডায়াবেটিস হয়েছে বলে ধরা হয় ।
গ্লুকোজের পরিমান ৬ মিলিমোল/লিটার =স্বাভাবিক বা ডায়াবেচটস মুক্ত ।গ্লুকোজের পরিমান ৭ মিলিমোল/লিটার বা তার বেশি= ডায়াবেটিস আক্রান্ত।
সূত্র: বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ।
No comments